গুরু কল্পবৃক্ষ মূলে বসে থাক রে মন | Guru KalpaBrikkha Mule Bose Thak Re Mon | Song Lyrics

গুরু কল্পবৃক্ষ মূলে বসে থাক রে মন
Guru KalpaBrikkha Mule Bose Thak Re Mon
গৌর কল্প বৃক্ষমূলে উড়ে বসগে যারে মন 
Gour KalpaBrikkha Mule Bosege Jare Mon
গুরু কল্পবৃক্ষ মূলে বসে থাক রে মন
অঙ্গ শীতল হবে প্রাণ জুড়াবে
লাগিলে বৃক্ষের কিরণ
সেইনা বৃক্ষের ডালে ডালে
কত নাম অমৃত সুফল ফলে
সেই ফল খায় ভক্ত জন কোকিলে
অভক্ত না খায় কখন
লাগিলে পরে বৃক্ষের ছায়া
আমার শ্রী গৌরাঙ্গের হবে দয়া
তখন ঘুচিবে অনিত্ত মায়া
ছায়ারও কিরণে
পাপো তাপো হবে নষ্ট
ঘুচে যাবে মনের কষ্ট
তখন নয়ন ভরে দেখবি পস্ট
শ্রী গৌরাঙ্গের যুগল চরণ
মনরে তুই কি করেলি
সুধা থুয়ে গরল খালি
ও তুই মূলের বেলায় ভুলে রইলি
করলিনা প্রেম রস আস্বাধন

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *