গুরু উপায় বলো না
Guru Upay Bolo Na
শিল্পী: খালিদ হাসান মিলু
Guru Upay Bolo Na
শিল্পী: খালিদ হাসান মিলু
গুরু উপায় বলো না,
জনম দুঃখী কপাল পোড়া,
আমি একজনা।।
গিয়াছিলাম ভবের বাজারে,
ছয় চোরাতে করলো চুরি,
গুরু ধরল আমারে।।
চোরায় চুরি করে
খালাস পাইল গো
ও গুরু গো ও ও ও ও ও
চুরি করে খালাস পাইল গো
ও গুরু আমায় দিলো জেলখানা।
জনম দুঃখী কপাল পোড়া
গুরু আমি একজনা
গুরু উপায় বলো না।
শিশুকালে মইরা গেলো মা,
গর্ভে রাইখা পিতা মরল গুরু,
চোখে দেখলাম না।।
আমায় কে করিবে
লালন পালন গো
ও গুরু গো ও ও ও ও ও
কে করিবে লালন পালন গো
ও গুরু কে যে দেবে সান্ত্বনা।
জনম দুঃখী কপাল পোড়া
গুরু আমি একজনা
গুরু উপায় বলো না
জনম দুঃখী কপাল পোড়া
গুরু আমি একজনা।
জনম দুঃখী কপাল পোড়া
গুরু আমি একজনা।
জনম দুঃখী কপাল পোড়া
গুরু আমি একজনা।