গুরুর দয়া যারে হয় সেই জানে | Gurur Doya Jare Hoy Sei Jane | Key Lyrics

গুরুর দয়া যারে হয় সেই জানে

Gurur Doya Jare Hoy Sei Jane

গুরুর দয়া যারে হয় সেই জানে।

যে রূপে সাঁই বিরাজ করে দেহ ভুবনে।।

শহরে সহস্র পাড়া

তিনটি পথ তার এক মহড়া।

আলেক সওয়ার পবন ঘোড়া

ফিরছে সেইখানে।।

জলের বিম্ব আলের উপর

আখন্ড প্রলয়ের মাঝার।

যার বিন্দুতে হয় সিন্ধু তাহার

ধারা বয় ত্রিগুণে।।

হাতের কাছে আলেক শহর

রঙবেরঙের উঠছে লহর।

সিরাজ সাঁই কয় লালন রে তোর

সদাই ঘোর মনে।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *