গিরি একি তব বিবেচনা | Giri Eki Tabo Bibechana | Suman Bhatterjee

গিরি একি তব বিবেচনা 
Song – Giri Eki Tobo Bibechona 
Lyric & Composed by Ramkumar Chatterjee 
Perform – Suman Bhatterjee  সুমন ভট্টাচার্য্য 
Organized By Sristi Sukh (সৃষ্টিসুখ ) Berhampore 
10th Oetober 2018 , Rabindra Sadan 

গিরি একি তব বিবেচনা 

গিরি একি তব বিবেচনা ।

গেল সোম বচ্ছর , হয়না অবসর 

গৌরী আনার কথা মনে হল না । 

একি তব বিবেচনা , গিরি একি তব বিবেচনা ।। 

রাজার মেয়ে উমা , জামাই ভীখারি 

লোকমুখে শুনি , সদা দুঃখে মরি , 

আবার নাকি শিব ত্রিশুল ডমরুধারী ,

শ্মশানাধিকারী , ঘরে থাকে না ।

থাকে না , থাকে না , 

একি তব বিবেচনা , গিরি একি তব বিবেচনা ।। 

গায়ে মাখে ছাই , উমারে মাখায় 

সিদ্ধি ঘটে খাই , বলদ চালায় ।

মরন নাই শিবের , নাম মৃত্যুঞ্জয় ,

পাষান হৃদয় বাঁচানো , বাঁচেনা বাঁচেনা  । 

একি তব বিবেচনা , গিরি একি তব বিবেচনা ।। 

—————-  ——————- ——

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *