গানে ভুবন ভরিয়ে দেবে – Gane Bhuvan Bharie Debe

 গানে ভুবন ভরিয়ে দেবে

Gane Bhuvan Bharie Debe

ছায়াছবি: দেয়া নেয়া

কথা: গৌরিপ্রসন্ন মজুমদার

সঙ্গীত: শ্যামল মিত্র

শিল্পী: শ্যামল মিত্র

[গানে ভুবন ভরিয়ে দেবে 

ভেবেছিল একটি পাখি 

হঠাৎ বুকে বিঁধল যে তীর 

স্বপ্ন দেখা হলো ফাঁকি]-২

গানে ভুবন ভরিয়ে দেবে 

ভেবেছিল একটি পাখি।

[তাই গান শোনাতে হায়,

কন্ঠ কেঁপে যায়]-২

তারে হাসিমুখে যেতে দাও 

শেষবার শুনে নাও

মনে রেখো,মনে রেখো, 

তার এই শেষ গান।

গানে ভুবন ভরিয়ে দেবে 

ভেবেছিল একটি পাখি।

[যার গান শুনে একদিন 

কন্ঠে পড়ালে মালা,

আজ তোমাদের সভা হতে 

তার বিদায় নেবার পালা]-২

[ঝরে কত তারা আলোকে 

মনে রাখে বলো কে]-২

ছিল কত সুর বুকে তার

জানিবে না কেহ আর।

মনে রেখো,মনে রেখো,

তার এই শেষ গান।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *