গানই সর্বশ্রেষ্ট সাধনা
লাগেনা ফুল চন্দন মন্ত্র তন্ত্রলাগেনা লাগেনা
Gaan E Sarbosreshtho Sadhona | | Lyrics
গীতিকার-সাধক ভবাপাগলা
কন্ঠ-আশুতোষ অধিকারী
কন্ঠ-আশুতোষ অধিকারী
গানই সর্বশ্রেষ্ট সাধনা।।
লাগেনা ফুল চন্দন মন্ত্র তন্ত্র
লাগেনা লাগেনা।
ফুল চন্দন মন্ত্র তন্ত্র লাগেনা
গানই সর্বশ্রেষ্ট সাধনা।।
আকর্ষন করে সবার,
মন আর প্রান,
গাহরে মন আমার,
গাহ প্রভুর গান।।
ভুলে যায় মধুর গানে,
সে নিঠুর ভগবান।।
না এসে পারেনা।
গানই সর্বশ্রেষ্ট সাধনা।।
সঙ্গীত সাধনা কর,
শক্তি পাবে মনে,
মহাশক্তি বসিবেন,
হৃদয় আসনে।।
বিষধর সর্প ঠাকুর,
দেব পঞ্চাননে।।
হরিনাম গানে মত্ত
শিবনেত্র মুদে না
গানই সর্বশ্রেষ্ট সাধনা।।
ভবার ভবানী,
গানের ওই ছন্দগুলি,
মহানন্দে উচ্চস্বরে,
বলে থাকি কালী কালী।।
শিহরন জাগরন,
দোলে সদা শ্রোতাগুলি।।
প্রেম পবনের গীত
মধু মধু রচনা।
গানই সর্বশ্রেষ্ট সাধনা।।
লাগেনা ফুল চন্দন মন্ত্র তন্ত্র
লাগেনা লাগেনা।
ফুল চন্দন মন্ত্র তন্ত্র লাগেনা
গানই সর্বশ্রেষ্ট সাধনা।।
সর্বশ্রেষ্ট সাধনা।।