গরীবের রাজনীতি করার কী দরকার -লিরিক্স | Goriber Rajniti Korar Ki Dorkar -Lyrics

গরীবের রাজনীতি করার কী দরকার -লিরিক্স
Goriber Rajniti Korar Ki Dorkar -Lyrics
অ্যালবাম: ১৪ নম্বর গুদাম
কথা ও সুর: নকুল কুমার বিশ্বাস
শিল্পী: নকুল কুমার বিশ্বাস
পরীক্ষিত বালা(রিমেক)




গরীবের রাজনীতি করার কী দরকার ?

গরীব সেতো গরীব থাকবে

গরীব আসুক যে কোনো সরকার।।

গরীবের রাজনীতি করার কী দরকার?


নেতার বাড়বে গাড়ি-বাড়ি,
নেত্রীদের গহনা-শাড়ি,
অামেরিকায় দেবে পাড়ি,
আন্ডা-বাচ্চা যতো যার।।
খাবে চামচারা দই-সন্দেশ-লাচ্ছা
দালালেরাও থাকবে আচ্ছা
আমরা ছাগলের তিন নম্বর বাচ্ছা
শুধুই লাফালাফি সার।
গরীবের রাজনীতি করার কী দরকার?
ভোটের সময় হায় জনগন,
দেশের জন্য মায়া কান্দন,
লঙ্কায় গিয়ে হয়রে রাবণ,
পেয়ে গদির অধিকার।।
শিখিয়া শোষণের মন্ত্র
ভোলে সস্তা গণতন্ত্র
আমরা যেমন ভাঙা যন্ত্র
ধূলায় হইরে একাকার
গরীবের রাজনীতি করার কী দরকার?
হরতাল-ভাংচুর-মারামারি,
চেয়ার নিয়া কাড়াকাড়ি,
সখ্য-ঐক্যের ছাড়াছাড়ি,
এ রাজনীতি বোঝা ভার।।
ঘষাঘষি পাটা-পুতায়
মরিচের জান যায়রে গুঁতায়
শেষে গণতন্ত্র রক্ষার ছুতায়
চালায়রে স্টিমরোলার।।

Check Also

হিন্দুসমাজ পড়েছে এক বিড়াল বিভ্রাটে | Hindu Somaj Poreche Ek Biral Bibhrate Lyrics

হিন্দুসমাজ পড়েছে এক বিড়াল বিভ্রাটে Hindu Somaj Poreche Ek Biral Bibhrate Lyrics Nakul Kumar Biswas …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *