খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন
Khejur Gache Hari Bandho Mon
ঝুমুর গান (পুরুলিয়া)
কথা ও সুর: প্রচলিত
কণ্ঠ: কালিকাপ্রসাদ ভট্টাচার্য
[খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন]-২
[নইলে রস গড়িয়ে গোড়া পঁচে]-২
অকালে হবে মরণ
[খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন]-২
[মাটির একখান হাঁড়ি নিয়ে
রশি দিয়ে বেঁধে তারে]-২
উপরে কর তারে ঝুলন ঝুলন
[খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন]-৩
[গাছের জোয়ার আসিলে
ও গাছ কাটো কৌশলে]-২
কোনার দড়ি ছিঁড়ে যেন পড়োনা তলে
[পড়োনা তলে মন রে পড়োনা তলে]-২
[নইলে তলে পড়ে তোমার দেখি]-২
অকালে হবে মরণ
[খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন]-৩
[সুরসিক গাছি যারা
গাছের ওপর ওঠে তারা]-২
দু হাতে ভরে তারা
করতেছে রস আচ্ছাদন
[খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন]-৩
আর অরসিক গাছি যারা
দেখো অরসিক গাছি যারা
গাছের ওপর ওঠে তারা
কোনার দড়ি ছিঁড়ে তারা
তলে পড়ে হয় মরণ
[খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন]-৮