খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে
Khushir Sagare Ami Sab Bhule Giye
ছায়াছবি: বউরাণী
কথা: ভবেশ কুণ্ডু
সঙ্গীত: রাহুল দেব বর্মন
শিল্পী: লতা মঙ্গেশকর
[খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে
সুখী হয়ে আজ আমি থাকব]-২
দুঃখ সুখের মাঝে থেকে
খুশিটুকু আমি টেনে আনবো
[খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে
সুখী হয়ে আজ আমি থাকব]-২
[আমার জীবনে ছিল শুধু ছেঁড়া তার,
সোনার কাঠির ছোঁয়া মিশে একাকার]-২
সোনালী পাখার সোহাগেতে চড়ে
খুশীর জোয়ারে আজ ভাসবো।
দুঃখ সুখের মাঝে থেকে
খুশীটুকু আমি টেনে আনবো।
খুশীর সাগরে আমি সব ভুলে গিয়ে
সুখী হয়ে আজ আমি থাকব।
[যা কিছু পেলাম পথে জীবনে চলার,
তার বেশী আর কিছু চাইনা তো আর]-২
যা কিছু পাবার সবই পেয়েছি
মনে মনে আমি তাই মানবো।
দুঃখ সুখের মাঝে থেকে
খুশীটুকু আমি টেনে আনবো
খুশীর সাগরে আমি সব ভুলে গিয়ে
সুখী হয়ে আজ আমি থাকব
দুঃখ সুখের মাঝে থেকে
খুশীটুকু আমি টেনে আনবো
[খুশীর সাগরে আমি সব ভুলে গিয়ে
সুখী হয়ে আজ আমি থাকব]-২