খুইল্লা দে খুইল্লা দে মাগো | Khuilla De Khuilla De Mago | Key Lyrics

খুইল্লা দে খুইল্লা দে মাগো
Khuilla De Khuilla De Mago
কীর্তন
কন্ঠ-অদিতি মুন্সি
খুইল্লা দে খুইল্লা দে মাগো,
আমার হস্তেরও বাঁধনি।
ও মা নন্দরানী গো
আমি আর খাবো না
মাখন,সর ও ননী।
ও মা নন্দরানী গো,
আর খাবো না,
মাখন,সর ও ননী।।
খুইল্লা দে খুইল্লা দে মাগো,
হস্তেরও বাঁধনি।।
আর খাবো না
মাখন,সর ও ননী।
নন্দরানী গো,
আর খাবো না
মাখন,সর ও ননী।
তুমি তো গোয়ালের মাইয়া
থাকো মাখন,ছানা,সর লইয়া
মাগো,তুমি তো গোয়ালের মাইয়া
থাকো মাখন,ছানা,সর লইয়া।
তোর কাছে গোপালের চাইয়া,
বড় সর,নবনী।।
আর খাবো না
মাখন,সর ও ননী
নন্দরানী গো
আর খাবো না
মাখন,সর ও ননী।
এমন প্রভাত সময়ে,
বলো কে বাঁধে মা কার তনয়ে।।
এমন পাষাণ জননী;
আমি পরের ও সন্তান বলে,
তুমি এমন নির্দয়া হইলে।।
তোর কাছে গোপালের চাইয়া,
বড় সর,নবনী।।
আর খাবো না
মাখন,সর ও ননী
নন্দরানী গো,
আর খাবো না,
মাখন,সর ও ননী ।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *