কোন রসে কোন মানুষ আছে
Kon Rose Kon Manush Ache
Lalon Song
ফকির লালন সাঁই
কোন রসে কোন মানুষ আছে
মহা রসের ধনী ।
চন্দ্রে সুধা পদ্মে মধু
যোগায় রাত্রিদিন ।।
সাধক সিদ্ধি প্রবর্তন গুণ
তিন রাগ ধরে আছে তিনজন
এই তিন ছাড়া রাগ নিরূপণ
জানলে হয় প্রকৃনী ।।
মৃণাল গতি রসের খেলা
নব ঘাট নব ঘাটেলা
দশম যোগে বারি গোলা
জেগে রয় অযোনি ।।