কোন কাননের ফুল গো তুমি | Kon Kanoner Phul Go Tumi

কোন কাননের ফুল গো তুমি
Kon Kanoner Phul Go Tumi

ছায়াছবি-খেয়া ঘাটের মাঝি
শিল্পী-খালিদ হাসান মিলু, কনক চাঁপা

কোন কাননের ফুল গো তুমি
কোন আকাশের চাঁদ গো তুমি
কোন রাখালের মধুর বাঁশির ধুন
ও ও ও জ্বালাইলা আগুন
বুকে জ্বালাইলা আগুন
জ্বালাইলা আগুন
বুকে জ্বালাইলা আগুন।
কোন ফাগুনের কোকিল তুমি
কোন নয়নের কাজল তুমি
ভোমর হয়ে কর যে গুনগুন
ও ও ও জ্বালাইলা আগুন
বুকে জ্বালাইলা আগুন
জ্বালাইলা আগুন
বুকে জ্বালাইলা আগুন।

ইচ্ছা করে তোমায় ধরে
বন্দি করে রাখি;
একটিবারে হওনা কন্যা
আমার খাঁচার পাখি।
জীবন দিলাম যৌবন দিলাম
নাই যে কিছু বাকি
দিবানিশি তোমার স্বপন
আমার মনে আঁকি।
যেদিন তোমায় প্রথম  দেখি
সেদিন থেকেই আমি একি
তোমার প্রেমে হয়ে গেলাম খুন।
ও ও ও জ্বালাইলা  আগুন
বুকে জ্বালাইলা আগুন
জ্বালাইলা  আগুন
বুকে জ্বালাইলা আগুন।

দশ গ্রামের মানুষ ডাইকা
বলতে ইচ্ছা করে;
তোমার প্রেমে মরার আগে
গেছি আমি মরে।
এত পরে আইলা কেন?
আগে আইলা না
আমার মনের ঠিকানা কি?
খুঁইজা পাইলা না।
আমি ছিলাম মরুভূমি
বৃষ্টি হইয়া আইলা তুমি
ঝড়া বনে আনলা যে ফাগুন
ও ও ও জ্বালাইলা  আগুন
বুকে জ্বালাইলা আগুন
জ্বালাইলা  আগুন
বুকে জ্বালাইলা আগুন।
কোন কাননের ফুল গো তুমি
কোন আকাশের চাঁদ গো তুমি
কোন রাখালের মধুর বাঁশির ধুন
ও ও ও জ্বালাইলা আগুন
বুকে জ্বালাইলা আগুন
জ্বালাইলা আগুন
বুকে জ্বালাইলা আগুন।
কোন ফাগুনের কোকিল তুমি
কোন নয়নের কাজল তুমি
ভোমর হয়ে কর যে গুনগুন
ও ও ও জ্বালাইলা আগুন
বুকে জ্বালাইলা আগুন
জ্বালাইলা আগুন
বুকে জ্বালাইলা আগুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *