কোথা আছো প্রিয় লিরিক্স | Kotha Acho Priyo – Habib Wahid ft Moutushi Khan | Amita Karmoker

Kotha Acho Priyo কোথা আছো প্রিয় গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ এবং মৌটুসী খান। কথা লিখেছেন অমিতা কর্মকার। গানটি কম্পোজ করেছেন হাবিব ওয়াহিদ। 

Song : Kotha Acho Priyo 
Artist : Habib Wahid & Moutushi Khan 
Song Composed, Produced & Arranged by Habib Wahid
Lyrics : Amita Karmoker






তোমাকে ভেবে মন উদাসী সারাক্ষণ
সে কথা বুঝেও, কেন যে বোঝো না ?
ও.. হারিয়ে আজ তাই হৃদয়ের ঠিকানা 
খুঁজে যাই বারে বার কেন তা জানি না। 

জানিনা গো, 
কোথা আছো প্রিয় তুমি আজ,
খুঁজে যাই তোমাকেই দূর বহুদূর 
ভেসে যাই মেঘ হয়ে বা রোদ্দুর। 

আমিও গো, 
মায়া হয়ে আরও কাছে তাই, 
ছায়া হয়ে তোমাতেই যেন মিশে যাই 
চোখে চোখ রেখে আবার হারাই। 

তোমাকে ভেবে মন উদাসী সারাক্ষণ
সে কথা বুঝেও, কেন যে বোঝো না।। 

তুমি তো জানো না, 
তুমি তো জানো না কত ভালোবেসে এ হৃদয় 
ভালোবেসে হয় তাই তিলে তিলে ক্ষয়। 

তোমারি সাথে, এই মন হারাতে 
যেন আমি ছুটে যাই দ্বিধাহীন প্রতিদিন,
এই মন, প্রতিক্ষণ, ভাবে না এ যেন হায়
তুমি ছাড়া কিছু আর বোঝে না,
দুটি চোখে, চুপিসারে, তোমাকেই রাখি তাই 
কিছু যেন সে আর খোঁজে না,
মনে মনে, কাছে এসে, আজ তাই এক হয়ে 
কাছে থাকি সারাক্ষণ দু’জনা,
আমি যেন বারে বারে কাছে এসে তাই গোপনে 
তোমাকে ছুঁয়ে ছুঁয়ে যাই। 

জানিনা গো, 
কোথা আছো প্রিয় তুমি আজ,
খুঁজে যাই তোমাকেই দূর বহুদূর 
ভেসে যাই মেঘ হয়ে বা রোদ্দুর। 

আমিও গো, 
মায়া হয়ে আরও কাছে তাই, 
ছায়া হয়ে তোমাতেই যেন মিশে যাই 
চোখে চোখ রেখে আবার হারাই। 

তোমাকে ভেবে মন উদাসী সারাক্ষণ
সে কথা বুঝেও, কেন যে বোঝো না,
ও.. হারিয়ে আজ তাই হৃদয়ের ঠিকানা 
খুঁজে যাই বারে বার কেন তা জানি না।।



কোথা আছো প্রিয় লিরিক্স Kotha Acho Priyo - Habib Wahid ft Moutushi Khan | Amita Karmoker






Check Also

a logo for keylyrics.com

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics | Hay Re Manush Rangin Fanush Lyrics

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics Hay Re Manush Rangin Fanush Lyrics হায়রে মানুষ রঙিন ফানুসHay …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *