কে বলে মা কালো তোকে।।
তুই যে আমার আলোয় ভরা |
চন্দ্র সূর্য্য তোর ঐ চোখে
আলোয় আলোয় আকাশ তারা।।
কে বলে মা কালো তোকে।
পথের দিশা তুই দেখালি,
মুন্ডমালী শ্যামা কালী,
আদি অন্ত মহাজ্যোতি
সঞ্জীবনী বসুন্ধরা।।
মা যে আমার মনের আলো
ঘুছায় কলুষ আঁধার সারা
চন্দ্র সূর্য্য তোর ঐ চোখে
আলোয় আলোয় আকাশ তারা।
কে বলে মা কালো তোকে।
তোর আলোতেই দিবানিশি,
বিশ্বভুবন ঘুমায় জাগে,
ঢেউয়ে ঢেউয়ে আলোর রাশি,
ঝংকারে মন আলোর রাগে।।
উদ্ভাসিত মুক্তো শোভা
ধরার ধারা আলোক ঝরা
চন্দ্র সূর্য্য তোর ঐ চোখে
আলোয় আলোয় আকাশ তারা।।
কে বলে মা কালো তোকে।
তুই যে আমার আলোয় ভরা
চন্দ্র সূর্য্য তোর ঐ চোখে
আলোয় আলোয় আকাশ তারা।
কে বলে মা কালো তোকে।
(টি সিরিজঃ মা যার সহায়
কন্ঠঃ ইন্দ্রানী)