কে বলেছে মা আমার কালো | Ke Boleche Maa Amar Kalo | Key Lyrics

কে বলেছে মা আমার কালো
Ke Boleche Maa Amar Kalo
কন্ঠ-পরীক্ষিত বালা
[কে বলেছে মা আমার কালো ?
মা কালো রে
কে বলেছে মা আমার কালো ?]-২
[মা যে মোদের বিশ্বজুড়ে]-২
জ্বালে জ্ঞানের আলো রে
কে বলেছে মা আমার কালো ?
মা কালো রে,
কে বলেছে মা আমার কালো ?
[ওই কালো মায়ের নিন্দা কেউ করো না]-২
ত্রিভুবনে এমনই মা কোথায়ও পাবেনা
ভাইরে কোথায়ও পাবেনা।
ওই কালো মায়ের নিন্দা কেউ করো না
ত্রিভুবনে এমনই মা কোথায়ও পাবেনা
ভাইরে কোথায়ও পাবেনা।
[কালো হলেও মায়ের আমার]-২
মনটা ভীষণ ভালো রে
কে বলেছে মা আমার কালো ?
মা কালো রে,
কে বলেছে মা আমার কালো ?
[মা রেগে গেলে কাউকে ভয় করেনা]-২
জ্ঞান হুশ মা হারিয়ে ফেলে
অঙ্গে কিছু রাখেনা,মা অঙ্গে কিছু রাখেনা
মা রেগে গেলে কাউকে ভয় করেনা
জ্ঞান হুশ মা হারিয়ে ফেলে
অঙ্গে কিছু পরে না,মা অঙ্গে কিছু রাখেনা।
[শত অসুর করতে দমন]-২
অস্ত্র ধরে ধারালো
[কে বলেছে মা আমার কালো ?
মা কালো রে,
কে বলেছে মা আমার কালো ?]-২
[মা যে মোদের বিশ্বজুড়ে]-২
জ্বালে জ্ঞানের আলো রে
কে বলেছে মা আমার কালো ?
মা কালো রে,
কে বলেছে মা আমার কালো ?
মা কালো রে,
কে বলেছে মা আমার কালো ?
মা কালো রে,
কে বলেছে শ্যামা আমার কালো ?

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *