কে তোরে শিখাইল রাধার নামটিরে শ্যামের বাঁশি
Ke Tore Shikhailo Radhar Namtire Shyamer Banshi
রাধারমণ গীতি
কে তোরে শিখাইল রাধার নামটিরে শ্যামের বাঁশি
রাধা রাধা বলে মন করলায় উদাসীরে।।
যখন শ্যামে বাজায় বাঁশি যমুনাতে কাঙ্কে কলসীরে
জল ভরা তো হইল না মোর ভেসে যায় কলসীলয়ে।।
তাঁর বাঁশিতে মধু ভরা মন প্রাণ করিল সারারে
মনে লয় তার সঙ্গে যাইতাম ঘরের বাহির হইয়ারে।।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলেরে
মনে লয় তার সঙ্গে যাইতাম চিরদাসী হইয়ারে।।