কেমন করে ত্বরাবে তারা
তুমি মাত্র একা,
আমার অনেকগুলা বাদী গো
তার নাইকো লেখাজোঁকা।।
কেমন করে ত্বরাবে তারা।
ভেবেছ মোর ভক্তি বলে
লয়ে যাবে বলে ছলে(২)
অভক্তেরও ভক্তি যেন
পেত্নীর হাতের শাখা
কেমন করে ত্বরাবে তারা।
নাম ব্রহ্ম বটে সার
সেও তো আমার ক্ষতি ভার
মনের সঙ্গে রসনার
খাবার সময় দেখা
কমলাকান্তের কালী
হৃদে বসত কোথায় বলি
এই বিষয়ে পূজিত হয়
চমকে দিয়ে থাকা
কেমন করে ত্বরাবে তারা।
তুমি মাত্র একা,
আমার অনেকগুলা বাদী গো
তার নাইকো লেখাজোঁকা
কেমন করে ত্বরাবে তারা।
শিল্পী-শ্রীকান্ত আচার্য্য
(কমলাকান্ত চক্রবর্তীর গান)