কেন কেউ চায়না আমায় -লিরিক্স | Keno Keu Chaina Amay -Lyrics

কেন কেউ চায়না আমায় Keno Keu Chaina Amay ছায়াছবি: বেয়াদপ কথা: পুলক বন্দ্যোপাধ্যায় সুর: স্বপন জগমোহন শিল্পী: কুমার শানু
কেন কেউ চায়না আমায়,
কি দোষ আমার বলো।।
বুকের থেকে ঠেলে আমায়,
দূরে ফেলে দিলো।।
কেন কেউ চায়না আমায়,
কি দোষ আমার বলো।।
সবই আছে আমার তবু
কিছুই আমার নেই
চোখের জলে লিখে কথা
মুছে দিয়ে যাই।
ডাকেনা তো কেউ কখনো
আমায় ভালবেসে
কাছে গেলে সরে যে যায়
ব্যথা দিয়ে শেষে।
বন্ধু আমার কোথায় কোনো,
আছে কিনা বলো।।
ভুলে যাওয়া নাম ধরে
ডাক দিয়ে সে গেলো।
কেন কেউ চায়না আমায়,
কি দোষ আমার বলো।।
কারো কাছে চাইনি তো
কোন কিছু আমি
দুঃখ ছাড়া আর কিছু তো
পাইনি তো আমি।
চাইনি তো কোনদিনও
কেউ আমাকেও
যে আমার সবকিছু
ভুলে গেছে সেও।
পর হয়ে গেছে আমার,
আপন যে জন ছিলো।।
তার কাছে যাই আমি
কোনদিকে যে বলো।
কেন কেউ চায়না আমায়,
কি দোষ আমার বলো।।
বুকের থেকে ঠেলে আমায়,
দূরে ফেলে দিলো।।
কেন কেউ চায়না আমায়,
কি দোষ আমার বলো।।
কি দোষ আমার বলো।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *