কেনো হঠাৎ তুমি এলে | Keno Hothat Tumi Ele | তাহসান

শিরোনামঃ কেনো হঠাৎ তুমি এলে?
কন্ঠঃ তাহসান
কথাঃ আনোয়ার হোসেন আদর
সংগীত আয়োজনঃ সাজিদ সরকার
টেলিফিল্মঃ নীলপরী নীলাঞ্জনা
বড়ো অবেলায় পেলাম তোমায়,
কেনো এখনই যাবে হারিয়ে?
কি করে বল রবো একেলা?
ফিরে দেখো আছি দাড়িয়ে,
দাড়িয়ে…
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
শুনছো কি তুমি আমাকে?
ছিলে আমার হয়ে পুরোটাই,
যাবে কোথায় রেখে আমায়?
এ পথচলায় তোমাকেই চাই(২)
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
তোমাকে ভেবে পৃথিবী আমার,
অদেখা তবু এঁকে যাই
আমার ভেতর শুধু তুমি
আরতো কিছুই পায়নি ঠাই(২)
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।

Check Also

মোমের দেয়াল উঠনে বারান্দায় তুমি | Momer Deyal Uthone Baranday Tumi | তাহসান খান

শিরোনামঃ মোমের দেয়াল Momer Deyal শিল্পীঃ তাহসান খান অ্যালবামঃ দূরবীন Momer Deyal | Durbeen (Short …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *