কেউ যদি দরদী থাকো
Keu Jodi Dorodi Tahko
Kari Amir Uddin
আমির_উদ্দিন
ও কেউ হৃদয় শান্তি ধ্বনী থাকলে, বুঝবে আমার দুঃখ গো
কেউ যদি দরদী থাকো।
বন্ধু এনে দেখাও গো কেউ যদি দরদী থাকো।
জল ও স্থল’ উর্ধচারী, কত রুপ যে দেখো
বলো আমার প্রান বন্ধুরে, পড়ে যদি চোখো গো।।
কেউ যদি দরদি থাকো।
ভালোবেসে প্রান দিয়াছি ,জানিনা কোন ফাকো
প্রানের প্রান বন্ধুরে এনে, আমার এ প্রান রাখো গো।।
কেউ যদি দরদি থাকো।।
চটফট করে খাঁচার পাখি, যদিও রয় বুকো
আমিরুদ্দিন পাবে কোনদিন আধারে আলোকও গো।।
কেউ যদি দরদি থাকো।।