কেউ কাঁদেনি প্রসব কালে – লিরিক্স | Keu Kadeni Prosob kale – Lyrics

কেউ কাঁদেনি প্রসব কালে
Keu Kadeni Prosob kale
কণ্ঠ: পরীক্ষিত বালা
কেউ কাঁদেনি প্রসব কালে
কেঁদেছিল মা
মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না।।
কেউ কাঁদেনি প্রসবকালে
কেঁদেছিল মা
মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না।।
আঁতুড় ঘরে মা যে আমার,
দুধ খাওয়াত মুখে,
আশার আলো দেখিয়েছিল,
জড়িয়ে ধরে বুকে।।
সেই মায়েরই দু’চোখে জল
সেই মায়েরই দু’চোখে জল
সইতে পারি না,সইতে পারি না
মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না।।
মনের ব্যথা কেউ বোঝে না,
মা ছাড়া সংসারে,
মায়ের সে ঋন শোধ হবে না,
সারা জনম ধরে।।
পার্থ বলে পরীক্ষিত তুই
পার্থ বলে পরীক্ষিত তুই
মাকে চিনলি না,মাকে চিনলি না
মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না।।
কেউ কাঁদেনি প্রসবকালে
কেঁদেছিল মা
মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না।।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *