কেঁদোনা মানিনী
Kedona Manini
ছায়াছবি: আগমন
গীতিকার: মুকুল দত্ত
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
কণ্ঠ: শিবাজী চট্টোপাধ্যায়
ও আশা ভোঁসলে
কেঁদোনা মানিনী তুমি কেঁদোনা
আমারে কাঁদায়ে তুমি
কেঁদোনা কেঁদোনা।
[যদি কেহ কৃষ্ণ চায়
কোনো বাধা বাধা নয়
সুখ কৃষ্ণ দুঃখ কৃষ্ণ
তবেই রাধা,রাধা হয়]-৩
পিরিতি কণ্টক কৃষ্ণ
বিঁধে যার বুকে
রুচি নাই তার যেন
আর কোনো সুখে
পিরিতি কণ্টক রাধা
বিঁধে যার বুকে
রুচি নাই তার যেন
আর কোনো সুখে
জীবন কৃষ্ণ যদি
মন রাধা কৃষ্ণ হয়ে যায়
[যদি কেহ কৃষ্ণ চায়
কোনো বাধা বাধা নয়
সুখ কৃষ্ণ দুঃখ কৃষ্ণ
তবেই রাধা,রাধা হয়]-২
[সেই মুখ সে নয়ন
সেই প্রেম সেই মন
বহুদিন পরে ফিরে
এলো আঙিনায়]-২
বিচ্ছেদের বেদনাতে
মন প্রাণ ভেঙে ভেঙে যায়।
[রাধা রবে বৃন্দাবনে কৃষ্ণ মথুরায়
মিলন যমুনা কৃষ্ণ গিয়াছে শুকায়]-২
বিরহেরও দুই তীরে প্রেম হয়ে
রাধা-কৃষ্ণ রয়
বিদায়,বিদায়,বিদায়,বিদায়।