কৃষ্ণ তো নেই নেই তো রাধা
শিল্পী-কুমার শানু ও
অলকা ইয়াগনিক
কৃষ্ণ তো নেই নেই তো রাধা,
নেই সেই বৃন্দাবন।।
নতুন করে সেই প্রেম কাহিনী
লিখবো আজ দু’জন।
তুমি হবে সেই রাই কিশোরী,
আমি হবো শ্যাম,
নতুন হয়ে যে উঠবে আবার,
সেই ব্রজধাম।।
যাদু বাঁশিটি বাজিয়ে তুমি
যমুনার তীরে ডাকবে গো
জল ভরনের ছল ধরে তাই
কাছে এসে কথা রাখবে গো।
হোলীর দিনে খেলবো যে রং
আর দুলবো প্রেমের দোলনাতে
পূর্ণচাঁদের তিথী এলে
ভিজবো আলোর ঝর্নাতে।
লিখবে যে অঙ্গে সব সখিরা
কৃষ্ণ রাধা নাম।
তুমি হবে সেই রাই কিশোরী,
আমি হবো শ্যাম,
নতুন হয়ে যে উঠবে আবার,
সেই ব্রজধাম।।
জানাজানি তো হবে একদিন
অন্য কথা তাই রটবে যে
ঘরে কি বাইরে যেটা হবে তাই
পড়শীরা মিছেই চটবে যে।
জানুক জানে প্রেমকে কেউ
সুনজরে যে দেখেনা।
প্রেম তো শুনি করে গো সবাই
প্রেম যে কারে কয় জানেনা।
প্রেমের কলঙ্ক চন্দন আমার
বদনামটাই শুনাও।
আমি হবো সেই রাই কিশোরী
তুমি হবে শ্যাম
নতুন হয়ে যে উঠবে আবার
সেই ব্রজধাম।
কৃষ্ণ তো নেই নেই তো রাধা,
নেই সেই বৃন্দাবন।।
নতুন করে সেই প্রেম কাহিনী
লিখবো আজ দু’জন।
আমি হবো সেই রাই কিশোরী
তুমি হবে শ্যাম
নতুন হয়ে যে উঠবে আবার
সেই ব্রজধাম।
তুমি হবে সেই রাই কিশোরী
আমি হবো শ্যাম
নতুন হয়ে যে উঠবে আবার
সেই ব্রজধাম।