কুল মজাইতে আইছে কালাচান Lyrics
Kul Mojaite Aiche Kalachan Lyrics
কুল মজাইতে আইছে কালাচান
Kul Mojaite Aiche Kalachan
মাতাল রাজ্জাক
কুল মজাইতে আইছে কালাচান Lyrics
কুল মজাইতে আইছে কালাচান
নগরবাসী খুব সাবধান
জাত গেল জাত গেল বলে
কুকিল ডাইকা পেরেশান
কুকিল ডাকে শীস দিয়া ডালে
নাইতে গিয়া নামিস না কেউ যমুনার জলে
নইলে কুল হারাবি এই গােকুলে
শুনলে পােড়া বাঁশীর গান ।
তিলক মালা পায়ের নুপুর
চলন বাঁকা ভঙ্গী দিয়া জাতি কুল
মারে তার ছলা কলা বাঁশীর সুরে যমুনা ধরায় উজান।
লােকে কয় যশদার ছেলে
ননী মাখন চুরি কইরা খায় গােকুলে
চুরির চিহ্ন আছে গালে মায় টানতেছে ছেলের গান।
গােকুলের সব খাইছে মজাইয়া
মিছামিছি ভােজবাজীর এক বাঁশি বাজাইয়া
মাতাল রাজ্জাক কয় কাছে নিয়া পাছে করে অপমান।
