কুঞ্জবিহারী হে গিরিধারী
Kunjobihari He Giridhari
ছায়াছবি: মায়ের আশীর্বাদ (১৯৮২)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: শ্যামল মিত্র
[কুঞ্জবিহারী হে গিরিধারী]-৩
[তোমারি চরণ শরণ নিলাম]-২
[যা ছিলো আমার সবই তোমায় দিলাম]-২
কুঞ্জবিহারী হে গিরিধারী।
[সেজেছি আমি সেই ব্রজবালা
লাজে সলাজে গেঁথেছি এ মালা]-২
এসো নয়নে এসো সুন্দর ঘনশ্যাম
যা ছিলো আমার সবই তোমায় দিলাম]-২
কুঞ্জবিহারী হে গিরিধারী।
[নন্দকিশোর থাকো মন জুড়ে
থাকো পরাণে মন মধুপুরে]-২
আনো মুরলী ভরে তোমারি সে সাধানো
[যা ছিলো আমার সবই তোমায় দিলাম]-২
[কুঞ্জবিহারী হে গিরিধারী]-২