কী মজা কী মজা কী মজা – Ki Maja Ki Maja Ki Maja

 কী মজা কী মজা কী মজা

Ki Maja Ki Maja Ki Maja

ছায়াছবি: সংঘর্ষ

গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়

সুরকার: বাপ্পী লাহিড়ী

কণ্ঠ: আশা ভোঁসলে

[কী মজা কী মজা কী মজা!

কী মজা কী মজা কী মজা!

পরেছি সাদা জামা তাতে লাল ফুল

চুলেতে বাঁধবো ফিতে কানে দেবো দুল]-২

[কী মজা কী মজা কী মজা!]-২

[তারপর নিয়ে যাবে তুমি মা’র কাছে

মা ছাড়া বলো আর কেবা মোর আছে?]-২

মা’র তরে মন তাই হয়েছে আকুল

[কী মজা কী মজা কী মজা!]-২

পরেছি সাদা জামা তাতে লাল ফুল

চুলেতে বাঁধবো ফিতে কানে দেবো দুল

[কী মজা কী মজা কী মজা!]-২

[মা-ই হলো আমার ঠাকুর দেখলে মায়ের মুখ

পেয়ে যাবো আমি জানি ঠাকুর দেখার সুখ]-২

বলোনা গো বলছি আমি সত্যি নাকি ভুল?

[কী মজা কী মজা কী মজা!]-২

পরেছি সাদা জামা তাতে লাল ফুল

চুলেতে বাঁধবো ফিতে কানে দেবো দুল

[কী মজা কী মজা কী মজা!]-২

আ আ আ আ আ আ আ আ আ

আ আ আ আ আ আ আ আ আ

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *