কী জ্বালা দিয়ে গেলা মোরে | Jala Diya Gela More | Hridoy Khan

শিরোনামঃ কি জালা দিয়ে গেলা মোরে
শিল্পীঃ হৃদয় খান
গীতিকারঃ আসকর আলী পন্ডিত
Artist: Hridoy Khan Album: Ki Jala Released: 2007
কী জ্বালা দিয়ে গেলা মোরে

নয়নের কাজল পরানের বন্ধুরে

না দেখিলে পরান পোড়ে

কি দুঃখ দিয়ে গেলা মোরে

নয়নের কাজল পরানের বন্ধুরে

না দেখিলে পরান পোড়ে

না দেখিলে পরান পোড়ে


না রাখি মাটিতে, না রাখি পাটিতে

না রাখি পালঙ্কের উপরে

না রাখি মাটিতে, না রাখি পাটিতে

না রাখি পালঙ্কের উপরে

সিঁথিরও সিন্দুরে রাখিব বন্ধুরে

সিঁথিরও সিন্দুরে রাখিব বন্ধুরে

ভিড়িয়ে রেশমি ডোরে

ভিড়িয়ে রেশমি ডোরে


বন্ধু পরবাসী, পরের ঘরে আসি

এত ঘুমে কেনে ধরে

ও বন্ধু পরবাসী, পরের ঘরে আসি

এত ঘুমে কেনে ধরে

কয়লা করে ধ্বনি, পোহাইলো রজনী

কয়লা করে ধ্বনি, পোহাইলো রজনী

না ডাকি ননদিনীর ডরে

না ডাকি ননদিনীর ডরে


নারীর প্রেমগাছে

কি টোনা কইরাছে

বস্ত্র খসি খসি পড়ে


নারীর প্রেমগাছে

কি টোনা কইরাছে

বস্ত্র খসি খসি পড়ে


কহে আশকর আলী সাধু শত জনে

কহে আশকর আলী সাধু শত জনে

উদাসী বানাইলো মোরে

উদাসী বানাইলো মোরে

কি জালা দিয়ে গেলা মোরে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *