কিসের বাহাদুরি কর এই অসার সংসারে Lyrics
(যামিনী গীতি
শিল্পী-ফরিদা পারভিন)
কিসের বাহাদুরি কর
এই অসার সংসারে
মানুষে মানুষ বিরাজে
সকল হৃদয় মন্দিরে।।
গুরু স্রষ্টা কৃষ্ণকলি,
বেদ বেদান্তে বনমালী রে।।
কোনো ঘর না হয় খালি।।
তুমি চিনে নাও তারে।
মানুষে মানুষ বিরাজে
সকল হৃদয় মন্দিরে।
ব্রহ্মা বিষ্ণু হই পঞ্চানন,
গুরু স্বরুপ একই তিনজন রে।।
কেবা হয় পর কেবা আপন।।
সদাই বাধা তিন তারে।
মানুষে মানুষ বিরাজে
সকল হৃদয় মন্দিরে।
দেহ ভান্ড ঠিক না হলে,
সাধনার ধন যাবে চলে রে।।
যামিনী কয় সদাই জলে।।
কেবল দুই তারে নাড়ে।
মানুষে মানুষ বিরাজে
সকল হৃদয় মন্দিরে।
কিসের বাহাদুরি কর,
এই অসার সংসারে,
মানুষে মানুষ বিরাজে,
সকল হৃদয় মন্দিরে।।