কিয়ামতের আলামত আইবো রে
Kiyamoter Alamot Aibo Re
কথা ও সুর :- Kari Amir Uddin Ahmed
কিয়ামতের আলামত আইবো রে
আমানত খিয়ানত হইবরে।।
সন্তান বেহায়াপনা মা বাপরে করিব ঘৃণা
গালাগালি মারপিট করিব রে
মা বাপের অবাধ্য স্ত্রীর তাবেদার বনিব রে।।
যাকাত হইব জরিমানা আপন জন হইব বেগানা
শরম ভরম উঠিয়া যাইব রে।
মারামারি ঝগড়াঝাঁটি লাগিয়াই থাকিব রে।।
যে ব্যক্তি যেই কাজে উপযুক্ত নয় সমাজে
ধোঁকাবাজে নেতৃত্ব পাইব রে।
স্বার্থপর বেমুরতে কেলেঙ্কার লাগাইব রে।।
হিংসা নিন্দা স্বার্থপরি ধর্ম লইয়া মারামারি
ওয়াদা করি রক্ষা না করিব রে।
আলীম আলীমের শত্রু লড়াই বাধিব রে।।
মুরব্বি সমাজের নেতা তাঁদের থাকবেনা যোগ্যতা
তাঁদের কথা কেউ না শুনিব রে।
সত্যবাদী মানুষ যারা বিপাকে পড়িব রে।।
পূর্ব যুগের নেক লোকেরা গালাগালি শুনবা তাঁরা
সুদ ঘুষ প্রকাশ্যে চলিব রে।
সত্য বিচার পঞ্চায়েতি উঠিয়া যাইব রে।।
না থাকিব হায়া শরম না থাকিব দয়া ধরম
খরজ নিলে ফিরাইয়া না দিব রে।
জালিমরে জুলুমের ডরে মান্যতা করিব রে।।
মসজিদ ঘরে হইব চুরি চিল্লা চিৎকার গপ গুজারি
সম্মানিরে সম্মান না কেউ দিব রে।
বেশমার ‘শরা’ টুটা তালাক লইয়া খাইব রে।।
রাস্তা ঘাটে দেখা হইব সালাম কালাম উঠি যাইব
সালামের বদলে গালি দিব রে।
মিছা কথা কইতে পারলে বুদ্ধিমান বলিব রে।।
বেটি মানুষে চিৎকার দিয়া ঝগড়া করব দিনবান্ধিয়া
বিচারকরা এইসব না ধরিব রে।
পর্দা ছাড়া মাইয়া লোকে স্বাধীনতা পাইব রে।।
জীনা ব্যাভিচারি কত গ্রামে গঞ্জে শত শত
সু সম্পর্ক উঠিয়া যাইব রে।
নিত্য নতুন বালা মুছিবত দেখা দিব রে।।
মুখে মুখে মুসলমান কম মানুষের থাকব ঈমান
কোরান শরীফ পড়িয়া ভুলিব রে।
রোজগারিতে রিজেকেতে বরকত উঠিব রে।।
অতিবৃষ্টি অনাবৃষ্টি পরিবর্তন হইব সৃষ্টি
ঘন ঘন ভূমিকম্প হইব রে।
ভূমি ধসবে ঘূর্ণিঝড়ে বাড়িঘর উড়াইব রে।।
মানুষ উছৃংখল হবে ভাইয়ে ভাই কাতল করিবে
মানুষের ঘরে শিয়াল কুকুর জন্মিব রে।
সাজ করিয়া মেঘ না হইয়া পাথ্বর পড়িব রে।।
আলীমে আলীমে বিবাদ কিতাব লইয়া লাগবা ফছাদ
কিছু লোকে নবী দাবী করিব রে।
খোদায়ী দাবী করিয়া দাজ্জাল বাহির হইব রে।।
বলে আমীর উদ্দিনে ছায়া দিবা পাঞ্জাতনে
নিদানে মুর্শিদের ইল্লা লইব রে।
নুর নবীজির উছিল্লাতে আল্লায়নি বাঁচাইব রে।।