কিছুদিন মনে মনে ঘরের কোণে | Kichudin Mone Mone Ghorer Kone | Baul Song Lyrics

কিছুদিন মনে মনে ঘরের কোণে
Kichudin Mone Mone Ghorer Kone | Baul Song Lyrics

কিছুদিন মনে মনে ঘরের কোণে

Kichudin Mone Mone Ghorer Kone Lyrics

কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
ইশারায় কইবি কথা গোঠে-মাঠে
রাই রাই লো
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে কেউ না শোনে
শ্যামকে যখন পড়বে মনে
চাইবি কালো মেঘের পানে
রাই রাই লো
আর রান্নাশালে কাঁদবি বসে
ভিজে কাঠ দিয়ে উনুনে
বলি শ্যাম শায়রে নাইতে যাবি
গায়ের বসন ভিজবে কেনে
শায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
বলি গায়ের বসন ভিজবে কেনে
উত্তর যাবি সতর হবি
বলবি আমি যাই দক্ষিনে
রাই রাই লো
আরে মনের কথা মনে থাকে
অরসিকে জানবে কেনে

 

 

 

কিছুদিন মনে মনে

কিছুদিন মনে মনে,
কিছুদিন মনে মনে ঘরের কোণে,
শ্যামের পিরিত রাখ গোপনে।
কিছুদিন মনে মনে,
ইশারায় কইবি কথা গোঠে-মাঠে।
দেখিস যেন কেউ না জানে
কেউ না শোনে কেউ না বোঝে
কিছুদিন মনে মনে,
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে।

শ্যাম কে যখন পড়বে মনে,
চাইবি কালো মেঘের পানে
রান্নাশালে কাঁদবি বসে,
ভিজে কাঠ দিয়ে উনুনে
কিছুদিন মনে মনে।

রাই রাই লো –
বলি শ্যাম শায়রে নাইতে যাবি,
গায়ের বসন ভিজবে কেনে?
শায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে,
বলি গায়ের বসন ভিজবে কেনে?
কিছুদিন মনে মনে,
কিছুদিন মনে মনে ঘরের কোণে,
শ্যামের পিরিত রাখ গোপনে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *