কারে বলে হাওয়া আদম
Kare Bole Houa Adam
কথাঃ সূফী সম্রাট শাহ্ সূফী হযরত খাজা দেওয়ান আব্দুর রশীদ আল-চিসতী নিজামী (রঃ)
কারে বলে হাওয়া আদম
লও গুরুর কাছে জেনে
আগে আদম হাওয়াকে লও চিনে
মক্কার তায়েফের ঘরে খাকের
খামির করে কালেব তৈয়ার করে
আদি আদমেরে
কলেবে দম ফুঁকিলো কালেব চৈতন্য হলো
আদম এসে বসিল বিচার ও আসনে
ঐ আদি আদমেরে মানা করলেন
পরোয়ারে খেয়োনা গন্ধম তুমি
বেহেশত মাঝারে
সব মেওয়া খেয়ো তুমি খেতে
করোনা কমি
যেয়োনা ঐ গাছের কাছে
সদাই রেখো মনে
দেওয়ান রশীদের এই নিবেদন কারে
বলে হাওয়া আদম আর কেবা
হয় গন্ধম দেখ সন্ধান করে
হাওয়া আদম গন্ধম এই তিনের
ভেদ নহে কম সবাই কি
জানিতে পারে তা জানে আরেফ জনে