কাটেনা সময় যখন আর কিছুতে (আয় খুকু আয়) | Katena Somoy Jokhon Ar Kichute

কাটেনা সময় যখন আর কিছুতে (আয় খুকু আয়)
Katena Somoy Jokhon Ar Kichute
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: ভি বালসারা
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তি মজুমদার
কাটেনা সময় যখন আর কিছুতে
বন্ধুর টেলিফোনে মন বসেনা
জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবার মত কেউ বলেনা
আয় খুকু আয় আয় খুকু আয়
আয় খুকু আয় আয় খুকু আয়
আয়রে আমার সাথে গান গেয়ে যা
নতুন নতুন সুর নে শিখে নে
কিছুই যখন ভাল লাগবেনা তোর
পিয়ানোয় বসে তুই বাজাবিরে
আয় খুকু আয় আয় খুকু আয়
সিনেমা যখন চোখে জ্বালা ধরায়
গরম কফির মজা জুড়িয়ে যায়
কবিতার বইগুলো ছুড়ে ফেলি
মনে হয় বাবা যদি বলতো আমায়
আয় খুকু আয় আয় খুকু আয়
আয় খুকু আয় আয় খুকু আয়
আয়রে আমার সাথে আয় এক্ষুনি
কোথাও ঘুরে আসি শহর ছেড়ে
ছেলেবেলার মত বায়না করে
কাজ থেকে নে’না তুই
আমায় কেড়ে
আয় খুকু আয় আয় খুকু আয়
দোকানে যখন আসি সাজবো বলে
খোঁপাটা বেঁধে নেই ঠান্ডা হাওয়ায়
আরশিতে যখন এই চোখ পড়ে যায়
মনে হয় বাবা যেন বলছে আমায়
আয় খুকু আয় আয় খুকু আয়
আয় খুকু আয় আয় খুকু আয়
আয়রে আমার কাছে আয় মা-মণি
সবার আগে আমি দেখি তোকে
দেখিতো কেমন খোঁপা
বেঁধেছিস তুই
কেমন কাজল দিলি কালো চোখে
আয় খুকু আয় আয় খুকু আয়
ছেলেবেলার দিন ফেলে এসে
সবাই আমার মত বড় হয়ে যায়
জানিনা ক’জনে আমার মতন
মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়
আয় খুকু আয় আয় খুকু আয়
আয় খুকু আয় আয় খুকু আয়
আয়রে আমার পাশে আয় মা-মণি
এ হাতটা ভাল করে ধর এখনি
হারানো সেদিনে চল চলে যাই
ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি
আয় খুকু আয় আয় খুকু আয়।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *