কাগজের লেখায় নয় | Kagojer Lekhay Noy

কাগজের লেখায় নয়
Kagojer Lekhay Noy
কথা: কাজী ফারুক বাবুল
সঙ্গীত: মান্নান মোহাম্মদ
কণ্ঠ: আরিফুল ইসলাম মিঠু

 

কাগজের লেখায় নয়

[কাগজের লেখায় নয়
কবিতার ভাষায় নয়
হৃদয়ে রং তুলিতে তোমায় এঁকেছি
তোমারই নাম লিখেছি
এ হৃদয়ে তোমারই নাম লিখেছি]-২
[দেয়ালে রঙিন দাগ জানি মুছা যায়
হৃদয়ে প্রেমের দাগ মুছা যায় না]-২
জোছনার আলোয় নয়
প্রেমেরই আলোতে
আমার পৃথিবী আলোয় ভরেছি
তোমারই নাম লিখেছি
এ হৃদয়ে তোমারই নাম লিখেছি।
কাগজের লেখায় নয়
কবিতার ভাষায় নয়
হৃদয়ে রং তুলিতে তোমায় এঁকেছি
তোমারই নাম লিখেছি
এ হৃদয়ে তোমারই নাম লিখেছি।
[আকাশে অনেক তারা চাঁদ একটাই
জীবনে তুমি ছাড়া আর কেহ নাই]-২
মিছে আশায় নয়,কল্পনাতে নয়
ভালোবাসা দিয়ে তোমায় কিনেছি
তোমারই নাম লিখেছি
এ হৃদয়ে তোমারই নাম লিখেছি।
কাগজের লেখায় নয়
কবিতার ভাষায় নয়
হৃদয়ে রং তুলিতে তোমায় এঁকেছি
তোমারই নাম লিখেছি
[এ হৃদয়ে তোমারই নাম লিখেছি]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *