কাকে আজ দেবো ফোঁটা ভাই নেই যে ঘরে
Kake Aj Debo Fota Vai Nei Je Ghore
ছবি: শতরূপা
কথা: ভবেশ কুণ্ডু
সঙ্গীত: রাহুল দেব বর্মন
শিল্পী: অলকা ইয়াগনিক
Kake Aj Debo Fota Vai Nei Je Ghore
ছবি: শতরূপা
কথা: ভবেশ কুণ্ডু
সঙ্গীত: রাহুল দেব বর্মন
শিল্পী: অলকা ইয়াগনিক
কাকে আজ দেবো ফোঁটা,
ভাই নেই যে ঘরে।।
বুক ভেঙে যায় বেদনায়
মন নাহি ভরে।
কাকে আজ দেবো ফোঁটা
ভাই নেই যে ঘরে।
বুক ভেঙে যায় বেদনায়
মন নাহি ভরে।
কাকে আজ দেবো ফোঁটা
ভাই নেই যে ঘরে।
যত দূরে থাকো দাদা এই চন্দন,
তোমার কপাল ছোঁবে ভরে যাবে মন।।
সারাজীবন তোমার খুশির
হাসি যেন ঝরে পড়ে।
কাকে আজ দেবো ফোঁটা
ভাই নেই যে ঘরে।
বুক ভেঙে যায় বেদনায়
মন নাহি ভরে।
কাকে আজ দেবো ফোঁটা
ভাই নেই যে ঘরে।
আজ মনে পড়ে দাদা এই শুভদিনে,
লাল রং ছাপাশাড়ি দিয়েছিলে কিনে।।
তাই যে গো আজ বারেবার
আঁখি শুধু ঝরে।
কাকে আজ দেবো ফোঁটা
ভাই নেই যে ঘরে।
বুক ভেঙে যায় বেদনায়
মন নাহি ভরে।
কাকে আজ দেবো ফোঁটা
ভাই নেই যে ঘরে।