কাওয়ায় কমলা খাইতে জানে না
Kauyay Komla Khaite Jane Na
কথা ও সুরঃ মাতাল রাজ্জাক
কাওয়ায় কমলা খাইতে জানে না
ধন-দৌলত সিন্দুকের চাবি দুখীর হাতে থাকে না,
কাওয়ায় কমলা খাইতে জানে না।
বিলে কি আর ইলিশ থাকে?
কিলাইলে কি কাঁঠাল পাকে?
দেওয়ার ডরে পরান কাপে, বৃষ্টি নামে ঠনঠনা।
কাওয়ায় কমলা খাইতে জানে না।
চোর যদি যায় শ্বশুর বাড়ি,
সুযোগ পেলেই করে চুরি।
অন্তরে তার বিষের হাড়ি, আপন-পর সে চিনেনা।
কাওয়ায় কমলা খাইতে জানে না।
দুনিয়া শয়তানের মেলা,
মানুষ হয় শয়তানের চ্যালা।
রাজ্জাকে কয় একি জ্বালা, ডাকতে মানুষ জানেনা।
কাওয়ায় কমলা খাইতে জানে না।