কলঙ্কিনী রাধা
Kolonkini Radha Lyircs
মা তুই জলে না যাইও
Mai Tui Jale Na Jaiyo Lyrics
Kolonkini Radha Lyircs
মা তুই জলে না যাইও
Mai Tui Jale Na Jaiyo Lyrics
কলঙ্কিনী রাধা
Kolonkini Radha
কলঙ্কিনী রাধা জলে না যাইও
Bangla Song By Poushali Banerjee
লেখক : রাধারমন দত্ত
Kolonkini Radha
ওহো কলঙ্কিনী রাধা
কদম ডালে বসিয়া আছে কানু হারামজাদা
মায় তুই জলে না যাইও
মায় হে কলঙ্কিনী রাধা
কদম গাছে বসিয়া আছে কানু হারামজাদা
মায় তুই জলে না যাইও
মামায় তুই জলে না যাইও, মায় তুই জলে না যাইও
ওকি ও
ওরে যাইও না, যাইও না মায় তুই কদম তলা দিয়া
(কদম তলা দিয়া, মা তুই কদম তলা দিয়া)
(কদম তলা দিয়া, মা তুই কদম তলা দিয়া)
ওকি ও
যাইও না, যাইও না মায় তুই কদম তলা দিয়া
কানাইয়া পাতিসে ফান্দো
কানাইয়া পাতিসে ফান্দো রাধিকার লাগিয়া
মায় তুই জলে না যাইও
মায় তুই জলে না যাইও, মায় তুই জলে না যাইও
ওকি ও কলঙ্কিনী রাধা
কদম ডালে বসিয়া আছে কানু হারামজাদা
মায় তুই জলে না যাইও
মায় তুই জলে না যাইও, মায় তুই জলে না যাইও
ওকি ও
কলসিতে জল নাই, যমুনা বড়ো দূর
(যমুনা বড়ো দূর, মা তোর যমুনা বড়ো দূর)
(যমুনা বড়ো দূর, মা তোর যমুনা বড়ো দূর)
কলসিতে জল নাই, যমুনা বড়ো দূর
হাঁটিতে না পারে রাধা
পায়েতে নূপুর
মায় তুই জলে না যাইও
হাঁটিতে না পারে রাধা, পায়েতে নূপুর
মায় তুই জলে না যাইও
মায় তুই জলে না যাইও, মায় তুই জলে না যাইও
ওকি ও
হাটে না যাও, ঘাটে না যাও, বাটে না যাও লাজে
হাটে না যাও, ঘাটে না যাও, বাটে না যাও লাজে
পাড়ার লোকে নাম রাখিছে কলঙ্কিনী রাধে
মায় তুই জলে না যাইও
পাড়ার লোকে নাম রাখিছে কলঙ্কিনী রাধে
মায় তুই জলে না যাইও
জলে না যাইও, মায় তুই জলে না যাইও
ওকি ও কলঙ্কিনী রাধা
কদম ডালে বসিয়া আছে কানু হারামজাদা
মায় তুই জলে না যাইও
মায় তুই জলে না যাইও, মায় তুই জলে না যাইও
মায় তুই জলে না যাইও, মায় তুই জলে না যাইও
মায় তুই জলে না যাইও, মায় তুই জলে না যাইও
কলঙ্কিনী রাধা সংক্ষিপ্ত আকারে
মা তুই জলে না যাইও
ও হে কলঙ্কিনী রাধা
কদম গাছে উঠিয়াছে কানু হারামজাদা
মা তুই জলে না যাইও…
না যাইও না যাইও রাধে কদমতলা দিয়া
কানাই পাতিছে ফান্দো রাধিকা লাগিয়া
হাটত না যাও বাটত না যাও ঘাটত না যাও লাজে
আইলো তায় রাকিছে এ নাম কলঙ্কিনি রাধে
না যাইও না যাইও রাধে যমুনা বহুদূর
হাঁটিয়া যাইতে রাধে পরিছে নুপুর।
কলঙ্কিনী রাধা
মায়ি হে, কলঙ্কিনী রাধা,
কদম ডালে উঠিয়া আছে
কানু হারামজাদা,
মায় তুই জলে না যাইও।
ও কি ও,
যাইও না রে, যাইও না রে
মায় তুই কদম তলা দিয়া,
কানহা আবার দিছে ফান্দো
রাধিকার লাগিয়া।
ও কি ও,
কলসীতে পানি নাই
যমুনা বড় দূর,
হাটিতে না পারে রাধা
পায়েতে নূপুর।
ও কি ও,
হাটে না যাইও, বাটে না যাইও
ঘাটে না যাইও লাজে,
পাড়ার লোকে নাম রাখিছে
কলঙ্কিনী রাধে।
যাকে ভক্তি করা যায় তাকেই ভালোবাসা যায়। আবার তাকে আলতো করে ‘হারামজাদা’ বলে গালিও দেয়া যায়।তাকে আবার ভগবান, ঈশ্বররুপে কল্পনাও করতে পারে ভক্তরা।
“কৃষ্ণ করলে লীলাখেলা / মুই করলে পাপ” এমন কথাতেও কিন্তু কারো অনুভুতি নষ্ট হয়না। কেউ পেটাতেও আসেনা, দাংগা লাগায় না!
ধর্ম, ভক্তি এতো ঠুনকো হলে ক্যামনে হয়! তবুও বলি মানুষে মানুষে সব হিংসা দূর হোক। শুনি রাধা কৃষ্ণ কে নিয়ে ভক্তের গীত যেখানে কৃষ্ণকেই ভালোবেসে ডাকা হয় হারামজাদা বলে!