কলকা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি – Kolka Parer Nil Sharite Prothom Dekhechi

 কলকা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি

Kolka Parer Nil Sharite Prothom Dekhechi
অ্যালবাম: অমর শিল্পী
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: চন্দ্রকান্ত
গায়ক: কুমার শানু
[কলকা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি
সেই শাড়িটাই আজ তোমায় পড়তে বলেছি]-২
[প্রথম দেখার দিনটারে
ভুলতে কি আর কেউ পারে]-২
কলকা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি
সেই শাড়িটাই আজ তোমায় পড়তে বলেছি।
[তাকিয়ে দেখো তেমনি করেই
আকাশ আবার মেঘলা
খোলা হওয়ায় খোলাচুলে
তেমনি এসো একলা(হো)]-২
কিছুক্ষন দাঁড়িয়ে যেও
পদ্মদীঘির এপারে
[প্রথম দেখার দিনটারে
ভুলতে কি আর কেউ পারে]-২
কলকা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি
সেই শাড়িটাই আজ তোমায় পড়তে বলেছি।
[নতুন চোখে নতুনভাবে
তোমায় দেখি যখনি
প্রথম দিনের মিষ্টি হাসি
মনে পরে তখনি]-২
[ইচ্ছে হলেই কি সহজেই
বদলে যাওয়া যায় যে
মন দিয়ে মন চাইলে কিছু
হাত বাড়ালেই পায় যে(হো)]-২
চোখে সেই পুরু কাজল
পরেই দেখো আমারে
[প্রথম দেখার দিনটারে
ভুলতে কি আর কেউ পারে]-২
[কলকা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি
সেই শাড়িটাই আজ তোমায় পড়তে বলেছি]-২
[প্রথম দেখার দিনটারে
ভুলতে কি আর কেউ পারে]-৪
…………………………………………………………………………
[Kolka parer nil sharite
prothom dekhechi
Sei sharitai aaj tomay porte bolechi]-x2
[Prothom dekhar dintare
bhulte ki aar keu pare]-x2
Kolka parer nil sharite
prothom dekhechi
Sei sharitai aaj tomay porte bolechi
[Takiye dekho temni korei
aakash aabar meghla
Khola hawar khola chule
temni eso akla(ho)]-x2
Kichukhon dariye jeo
Poddodighir epare
[Prothom dekhar dintare
Bhulte ki aar keu pare]-x2
Kolka parer nil sharite
prothom dekhechi
Sei sharitai aaj tomay porte bolechi
[Notun chokhe notun bhabe
Tomay dekhi jokhoni
Prothom diner mishti haashi
Mone pore tokhoni]-x2
[Icche holei ki sohojei
bodle jaoa jayre
Mon diye mon chaile kichu
haath baralei pay je(ho)]-x2
Chokhe sei puru kajol
porei dekho aamare
[Prothom dekhar dintare
bhulte ki aar keu pare) 2
[Kolka parer nil sharite
prothom dekhechi
Sei sharitai aaj tomay
porte bolechi]-x2
[Prothom dekhar dintare
bhulte ki aar keu pare)-x4

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *