কথা নয় আজি রাতে
Katha Noy Aaji Raate
ছায়াছবি: ৭ নম্বর বাড়ি (১৯৪৬)
কথা: প্রণব রায়
সুর: রবীন চট্টোপাধ্যায়
গায়ক: তালাত মাহমুদ
Katha Noy Aaji Raate
ছায়াছবি: ৭ নম্বর বাড়ি (১৯৪৬)
কথা: প্রণব রায়
সুর: রবীন চট্টোপাধ্যায়
গায়ক: তালাত মাহমুদ
কথা নয় কথা নয়
কথা নয় আজি রাতে,
আমারে গাহিতে দাও
[এ মধুর জোছনাতে]-২
আমারে গাহিতে দাও
এ মধুর জোছনাতে।
মোর সকল মাধুরী দিয়া
আমি রচেছি
[আমি রচেছি এ গান প্রিয়া]-২
মোর সকল মাধুরী দিয়া
আমি রচেছি এ গান প্রিয়া
তুমি শুধু তুমি শুধু এ অলস প্রহরে
শোন বসে শোন বসে নিরালাতে
আমারে গাহিতে দাও
এ মধুর জোছনাতে।
আজ আমার গানের পাখি
রাতের আকাশে খুঁজিয়া বেড়ায়
তব নাম ধরে ডাকি
[আমার গানের পাখি]-২
রাতের আকাশে খুঁজিয়া বেড়ায়
তব নাম ধরে ডাকি
আমার গানের পাখি
[এ গান মালার প্রায় জড়াক তব হিয়ায়
এ গান মালার প্রায়]-২
[কিছু আশা আর কিছু ভালবাসা]-২
রহিল গো একই সাথে
আমারে গাহিতে দাও
[এ মধুর জোছনাতে]-২
কথা নয় আজি রাতে।