কথা কিছু কিছু বুঝে নিতে হয়
Katha Kichhu Kichhu Bujhe Nite
ছবি-আনন্দ আশ্রম
কথা-শ্যামল মিত্র
শিল্পী-আরতি মূখার্জী ও শ্যামল মিত্র
কথা কিছু কিছু বুঝে নিতে হয়,
সেতো মুখে বলা যায় না,
সেতো মুখে বলা যায় না।।
চোখের কথাই মনের কথা
চোখ কি মনের আয়না ?
কথা কিছু কিছু বুঝে নিতে হয়,
সেতো মুখে বলা যায় না,
সেতো মুখে বলা যায় না।
মন আছে যার মনের কথা
সেই শুধু নেয় বুঝে
মুক্তো সেতো মিলে ওগো
অনেক ঝিনুক খোঁজে।
বুঝলে ভাল না বুঝলেই
বাড়ে বুকের জ্বালা ;
কুঁড়ি থেকে হয় যে গো ফুল
ফুলের থেকেই মালা
সহজে ভালবাসা কেউ পায় না।
কথা কিছু কিছু বুঝে নিতে হয়,
সেতো মুখে বলা যায় না,
সেতো মুখে বলা যায় না।
ফুল ছাড়া আর কেবা বোঝে
ভ্রমরেরই ভাষা ;
মধু খেতেই ভ্রমরের যে
ফুলের কাছে আসা ;
বোঝোনি কি এখনো গো
দিলাম এ মন তারে।
সাগর মাঝে এসে নদী
ফিরতে কি আর পারে ?
মন ছাড়া মন কিছু চায় না।
কথা কিছু কিছু বুঝে নিতে হয়
সেতো মুখে বলা যায় না
সেতো মুখে বলা যায় না।
চোখের কথাই মনের কথা
চোখ কি মনের আয়না ?
কথা কিছু কিছু বুঝে নিতে হয়,
সেতো মুখে বলা যায় না,
সেতো মুখে বলা যায় না।