কত মানুষ ভবের বাজারে
Koto Manush Vober Bazare
ছায়াছবি: লাভ স্টোরি
কথা,সুর ও সংগীত:
আহমেদ ইমতিয়াজ বুলবুল
কণ্ঠ: কনক চাঁপা
Koto Manush Vober Bazare
ছায়াছবি: লাভ স্টোরি
কথা,সুর ও সংগীত:
আহমেদ ইমতিয়াজ বুলবুল
কণ্ঠ: কনক চাঁপা
[কত মানুষ ভবের বাজারে]-২
লক্ষ কোটি হাজার হাজারে
ওরে লক্ষ কোটি হাজার হাজারে
তুমি একটা শুধু মানুষ আমার
বুকের মাঝারে বুকের মাঝারে।
আদালতে খুনির বিচার
আদালতে খুনির বিচার মৃত্যুদণ্ড ফাঁসি
এইনা ফাঁসি হয় যদি হোক তোমায় ভালোবাসি,
যেমন আগুন জ্বলছে সদা অগ্নিগিরির মুখে
তেমন আগুন জ্বলবে বুকে তোমার দেয়া দুঃখে।
কত মানুষ ভবের বাজারে
লক্ষ কোটি হাজার হাজারে
ও তুমি একটা শুধু মানুষ আমার
বুকের মাঝারে বুকের মাঝারে।
কতনা জল বুকে নিয়ে
কতনা জল বুকে নিয়ে বইছে সাগর নদী
অথই জলে ভাসবে নয়ন তোমায় হারাই যদি
কালবৈশাখির ছোবল ওরে চিরসর্বনাশা
আরো সর্বনাশা যেন তোমার ভালবাসা
[কত মানুষ ভবের বাজারে]-২
লক্ষ কোটি হাজার হাজারে
ওরে লক্ষ কোটি হাজার হাজারে
ও তুমি একটা শুধু মানুষ আমার
তুমি একটা শুধু মানুষ আমার
বুকের মাঝারে বুকের মাঝারে।