কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায়
Kata Prathibha Chirodin Suptoi Theke Jay
গীতিকার: কল্লোল চক্রবর্তী
সুরকার: সজল কুমার মুখার্জী
শিল্পী: নচিকেতা চক্রবর্তী
কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায়
[কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায়
কত প্রতিভা প্রকাশের সুযোগ তো না পায়]-২
তারাও তো হতে পারে মহিরুহ
একটু আলোকধারায়,বৃষ্টির ছোঁয়ায়,
কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায়
কত প্রতিভা প্রকাশের সুযোগ তো না পায়।
[কত কুসুম ঝরে যায় অকালে
কত প্রেম কাঁদে নীরবে অন্তরালে (হো)]-২
[তাদের অন্তরের গোপন অসহ ব্যথা]-২
বোঝেনা তো কেউ হায়,কেহ হায়
তারাও তো হতে পারে মহিরুহ
একটু আলোকধারায়,বৃষ্টির ছোঁয়ায়,
কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায়
কত প্রতিভা প্রকাশের সুযোগ তো না পায়।
[বুক ভরা অভিমান আর অভিমান
ভাগ্যকে মিছে দোষ দিয়ে মনকে সান্ত্বনা দান]-২
[কত প্রবাহিণী আপন পথে বইতে না পারে
কত রঙিন স্বপ্ন ভেঙে যায় হৃদয় অশ্রু ঝরে]-২
[কত জীবন অমানিশিতে]-২
থাকে চিরকাল চিরকাল।
জোছনার পথ চেয়ে দিন গোনে
মিছে আশায় আশায় বৃষ্টির ছোঁয়ায়,
কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায়
কত প্রতিভা প্রকাশের সুযোগ তো না পায়,
তারাও তো হতে পারে মহিরুহ
একটু আলোকধারায়,বৃষ্টির ছোঁয়ায়,
কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায়
কত প্রতিভা প্রকাশের সুযোগ তো না পায়।