কণ্ঠে আমার কাঁটার মালা
Kanthe Amar Kantar Mala
ছায়াছবি: দাদা ঠাকুর (১৯৬২)
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সংগীত পরিচালক: হেমন্ত মুখোপাধ্যায়
কণ্ঠশিল্পী: প্রতিমা বন্দ্যোপাধ্যায়
ও ও আ আ ও ও
[কণ্ঠে আমার কাঁটার মালা
ফুলের মালা নয়]-২
দুঃখ যাহার মাথার মুকুট
ঝড় কিসে তার ভয়!
কণ্ঠে আমার কাঁটার মালা
ফুলের মালা নয়।
আ আ আ ও ও
[জীবনে যার শুধুই আঁধার
নেই তো সময় তারে যে কাঁদার(হায়)]-২
নেভা প্রদীপ চিরদিনই
বন্ধু যে তার হয়
দুঃখ যাহার মাথার মুকুট
ঝড় কিসে তার ভয়!
কণ্ঠে আমার কাঁটার মালা
ফুলের মালা নয়।
আ আ আ আ আ আ
[হাওয়াভরা পাল তুলে ওই
কে খেয়া দেয় পারি?
তার সাথে মোর চিরদিনের আড়ি!]-২
[নেই গো যাহার কিছুই বলার
নত যাহা শুধুই চলার(ও)]-২
ক্লান্তিভরা চরণ যে তার
কভু থেমেনা
দুঃখ যাহার মাথার মুকুট
ঝড় কিসে তার ভয়!
[কণ্ঠে আমার কাঁটার মালা
ফুলের মালা নয়]-২