কই রে আমার গোপাল কৃষ্ণ
Koi Re Amar Gopal Krishna
অ্যালবাম-বনমালী রে
কন্ঠ-শ্রেয়া ঘোষাল
কই রে আমার গোপাল কৃষ্ণ
খুঁজে ফেরে মা যশোদায়
কই রে আমার নন্দ দুলাল
জনে জনে এসে ডেকে শুধায়
কই রে আমার গোপাল কৃষ্ণ।
দধির ভাণ্ড ননীর ভাণ্ড।।
ভেঙ্গেচুরে করে লণ্ডভণ্ড।।
চুরি করে খেয়ে যার আনন্দ।।
সেই চোরা লুকাল কোথায় ?
কই রে আমার গোপাল কৃষ্ণ
খুঁজে ফেরে মা যশোদায়
কই রে আমার গোপাল কৃষ্ণ।
দড়ি দিয়ে বাঁধে বাঁধন রয়না।।
যেন বিনি সুতা ফুলের গয়না।।
ঐ অধরাকে ধরা যায়না।।
যদি না সে ধরা দিতে চায়
কই রে আমার গোপাল কৃষ্ণ
খুঁজে ফেরে মা যশোদায়
কই রে আমার গোপাল কৃষ্ণ।
হাতে নাড়ু নিয়ে ব্রহ্মাণ্ড যে।।
যমুনা নূপুর হল চরণেতে।।
ভাবে যশোমতী তনয় রূপেতে।।
কোন যাদুকর এল হায় !
কই রে আমার গোপাল কৃষ্ণ
খুঁজে ফেরে মা যশোদায়
কই রে আমার গোপাল কৃষ্ণ
কই রে আমার নন্দ দুলাল
কই রে আমার গোপাল কৃষ্ণ।