ও সাথীরে শূন্য মনে
ছবি-সজনী
শিল্পী-বাবুল সুপ্রিয় ও
সাধনা সরগম
ও সাথীরে শূন্য মনে
কি যে ব্যথা শুধু এই
মনই জানে ;
এ জীবনে তুমি ছাড়া
পাইনা খুঁজে আমি
বাঁচার মানে,ও সাথীরে।
কি চোখে তোমায় দেখি,
কবে তুমি বুঝবে,
চোখের আড়ালে থাকা,
মন কবে খুঁজবে।।
কেন তুমি আছ আজও দূরে সরে
চিরদিনই থাকবে,এই মন জুড়ে
ভুলবো না আমি জীবনে।
ও সাথীরে শূন্য মনে ;
কি যে ব্যথা শুধু এই মনই জানে
এ জীবনে তুমি ছাড়া পাইনা খুঁজে
আমি বাঁচার মানে,ও সাথীরে।
আ আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ আ
ঘুম ঘুম রাত্রি চোখে তবু ঘুম নেই
মনে হয় তুমি আছ দু’চোখের সামনে
ও ও ঘুম ঘুম রাত্রি চোখে তবু ঘুম নেই
মনে হয় তুমি আছ দু’চোখের সামনে
স্বপ্ন সাজিয়ে আসে ভালবাসা
এ জীবনে পূর্ন কি হয় সব আশা
তবু আশা জাগে যে প্রানে।
ও সাথীরে শূন্য মনে ;
কি যে ব্যথা শুধু এই মনই জানে
এ জীবনে তুমি ছাড়া
পাইনা খুঁজে আমি বাঁচার মানে।