ও মন চিনলে না তুই পরমপুরুষ পরব্রহ্ম কয় বা কারে | O Mon Chinle Na Tui ParamPurush Porbramha Koy Ba Kare | Key Lyrics

ও মন চিনলে না তুই পরমপুরুষ পরব্রহ্ম কয় বা কারে
O Mon Chinle Na Tui Param Purush Porbramha Koy Ba Kare
Key Lyrics
মোহাম্মদ জালালউদ্দীন খাঁ
ও মন চিনলে না তুই পরম পুরুষ পর ব্রহ্ম কয় বা কারে
মায়ার মােহে দিন কাটাইলে মাতিয়া ঘাের অনাচারে।
বহু জন্ম ভ্ৰমণ করে কর্মফলের তাড়ায়
আসিলে তুই মানুষ হইয়া এই যে দুনিয়ায়
ভুলে রইলে কামের নিশায় মন মাতালের সঙ্গ ধরে।
মণিপুরের আত্না রাম তাের সঙ্গের সাথী হল
শত দলে মনকে তােমার ঘােরাইয়া যে নিল
যার বাধ্য সে না হইলে শেষ কালে আর পারবিনারে।।
দুধের সনে দুধ মিশাওগে জলের সঙ্গে জল
পরমেতে জীব মিশাইয়া হয়ে যাও নির্ম্মল
কামনা তাের হইবে সফল সাধন পথে ধরগে তারে
সন্ধ্যা পূজায় কি হইবে কি করিবে তাের ধ্যানে
সকলি নিল যদি পরমকে না জানে
আসা যাওয়া অকারণে ঘুরছে জালাল ভুলে পড়ে।
ও মন চিনলে না তুই পরমপুরুষ পরব্রহ্ম কয় বা কারে | O Mon Chinle Na Tui ParamPurush Porbramha Koy Ba Kare | Key Lyrics

Check Also

a logo for keylyrics.com

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics | Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re Lyrics

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *