ও মন কালী ভজ, শ্যামা কহ, তারা কর সাধনা
O Mon Kali Bhojo, Shyama Koho, Tara Koro Sadhona
Pronam Band
কেউ কয় কালী কেউ কয় শ্যামা
কেউ কয় তারা মা
সব নামেতে তোমায় খুঁজি
তুমি আমার মা
কালী মা যে, শ্যামা মা সে
শ্যামা মা যে, তারা মা সে
নেই যে তুল না।
কোন রূপেতে তুমি আছো
কেউ তো জানে না
কালী মা যে, শ্যামা মা সে
শ্যামা মা যে, তারা মা সে
নেই যে তুল না।
সব নামেতে তোমায় খুঁজি
তুমি আমার মা
কখনো যে কালো রূপে কখনো বা নীল
কখনো যে রক্ত বর্ণে ভাবা বেসামিল
ত্রিনয়না চার হস্তে ক্রোধে জ্বলা রূপ
কখনো বা শান্তরূপী তোমায় ভাবি খুব
ও মন কালী ভজ, শ্যামা কহ, তারা কর সাধনা
সব নামেতে তোমায় খুঁজি
তুমি আমার মা
কোন রূপেতে তুমি আছো
কেউ তো জানে না
রক্তজবায় সাজিয়াছি রাঙ্গা ও চরণ
মন্ত্রতন্ত্র বিনে মাগো সপেছি এ মন
নেই তো জানা কোন পথে যে আছো তুমি মা
ভক্তি দাও মা, শক্তি দাও মা, কৃপা কর মা।
ও মন কালী ভজ, শ্যামা কহ, তারা কর সাধনা
সব নামেতে তোমায় খুঁজি
তুমি আমার মা
কোন রূপেতে তুমি আছো
কেউ তো জানে না