ও দাদাভাই মূর্তি বানাও
O Dada Vai Murti Banao
ছায়াছবি: রক্তাক্ত বাংলা (১৯৭২)
কথা ও সুর: সলিল চৌধুরী
কণ্ঠ: লতা মঙ্গেশকর
ও দাদা ভাই,দাদা ভাই মূর্তি বানাও
নাক,মুখ,চোখ সবই বানাও
হাতও বানাও,পাও বানাও
বুদ্ধ,যীশু সবই বানাও,
মন বানাতে পার কি ?
একটা ছোট বোন বানাতে পার কি ?
দাদা ভাই বোন বানাতে পার কি ?
সারাদিন একলা ঘরে আপন মনেতে
দুনিয়া নিজেরই গড়ছো মনেতে
[খান খান খান হয়ে যখন ভাঙবে সে স্বপন]-২
করবে তখন কী? আমাকে বলতে পার কি?
দাদাভাই বলতে পার কি?
ও দাদা ভাই,দাদা ভাই মূর্তি বানাও
নাক,মুখ,চোখ সবই বানাও
হাতও বানাও,পাও বানাও
বুদ্ধ,যীশু সবই বানাও,
মন বানাতে পার কি ?
একটা ছোট বোন বানাতে পার কি ?
দাদা ভাই বোন বানাতে পার কি ?
[আমি তো চিরটা দিন কাছে রবো না
যাবো যে সুদূরে খুঁজেই পাবে না]-২
[ঝন ঝন ঝন আঁচলে মোর ঘরেরই চাবি]-২
নেবে যে ভাবী একটা উপায় করোনা
উপায় করতে পার কি?
ও দাদা ভাই,দাদা ভাই মূর্তি বানাও
নাক,মুখ,চোখ সবই বানাও
হাতও বানাও,পাও বানাও
বুদ্ধ,যীশু সবই বানাও,
মন বানাতে পার কি ?
একটা ছোট বোন বানাতে পার কি ?
দাদা ভাই বোন বানাতে পার কি ?