ওরে সাম্পানওয়ালা
Ore Sampanwala
(চট্টগ্রামের আঞ্চলিক গান)
ছায়াছবি: মণিহার
গীতিকার: এম এন আক্তার
সুরকার: আবদুল গফুর হালী
শিল্পী: শেফালী ঘোষ
[ওরে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা]-২
তুই আমারে,তুই আমারে
করলি দিওয়ানা রে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
ওরে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা।
[সাম্পানওয়ালার বাবরি চুল,
হরি নিল জাতি কুল]-২
সে বিনা মোর,সে বিনা মোর,
পরাণ বাঁচেনা রে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
ওরে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
[কুতুবদিয়া বন্ধুর বাড়ি,
বিচ্ছেদ জ্বালা সইতে নারি]-২
বন্ধু বিনা বন্ধু বিনা
ঘুম তো আসেনা রে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
ওরে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা।
তুই আমারে,তুই আমারে
করলি দিওয়ানা রে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
ওরে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা।
বাহার মারি যাই রে সাম্পান
কিবা ভাটি কিবা উজান
বাহার মারি যাই রে সাম্পান
খ্যানে ভাটি খ্যানে উজান
ঝড় তুফানে ঝড় তুফানে
পরোয়া করিনা রে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
ওরে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
[তুই আমারে,তুই আমারে
করলি দিওয়ানা রে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
ওরে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা]-২