ওরে মানুষ, দেখবি যদি ভগবান
Ore Manush Dekhbi Jodi Bhogoban
(ভবা পাগলার গান)
ওরে মানুষ দেখবি যদি ভগবান
ছেড়ে দে তোর হিংসা বৃত্তি
ঐ তো বিঘ্ন অতি প্রধান।
ওরে মানুষ দেখবি যদি ভগবান।।
ভগবান ওরে মানুষ
দেখবি যদি ভগবান।
ছেড়ে দে তোর হিংসা বৃত্তি।।
ঐ তো বিঘ্ন অতি প্রধান।
ওরে মানুষ দেখবি যদি ভগবান।
ভগবান ওরে মানুষ
দেখবি যদি ভগবান।
ছেড়ে দে তোর হিংসা বৃত্তি
ঐ তো অতি বিঘ্ন প্রধান।
ওরে মানুষ,দেখবি যদি ভগবান।
ভগবান,ওরে মানুষ
দেখবি যদি ভগবান।
ছেড়ে দে তোর ভিন্ন বেধ,
দেখনা শাস্ত্র দেখনা বেদ।।
বাইবেল,কোরআন নয়রে প্রভেদ
শোনরে হিন্দু,শোন মুসলমান।
ভিন্ন নয়রে আল্লা-হরি,
শোনরে ফকির ব্রহ্মচারী।।
দেখতে তাঁরে হয়না দেরি।।
খুলে দে তোর হৃদয় প্রান।
ওরে মানুষ দেখবি যদি ভগবান।
ভগবান ওরে মানুষ
দেখবি যদি ভগবান।
কিবা মন্দির,কিবা মসজিদ
শাস্ত্রে তা যেমন বন্দি।।
বাইরে আয়রে দেখরে সন্ধি
উড়ছে নিশান এই বিশ্বখান।
ভবা পাগলা কইবে কত
সবার পদে হয় সে নত।।
দেখনা ভেবে শত শত।।
আসা যাওয়া একই সমান।
ওরে মানুষ দেখবি যদি ভগবান
ছেড়ে দে তোর হিংসা বৃত্তি
ঐ তো বিঘ্ন অতি প্রধান।।
ওরে মানুষ,দেখবি যদি ভগবান।
ভগবান ওরে মানুষ,
দেখবি যদি ভগবান।।।