ওরে মানুষ কী আছে তোর
Ore Manush Ki Achhe Tor
অ্যালবাম: মানুষ
কথা: লিটন অধিকারী রিন্টু
সুর: ফরিদ আহমেদ
শিল্পী: খালিদ হাসান মিলু
ওরে মানুষ,কী আছে তোর?
কর্ম ছাড়া আর;
দেহ আত্মা তোর কিছু নয়-
সে তো বিধাতার।
জীবন নিয়ে করিছ না তুই,
আর অহংকার(২)
ওরে মানুষ,কী আছে তোর?
ও ও ও ও ও ও ও ও
মানুষ যদি অমানুষি করে
তবে বন্য স্বভাব দেখে,
আমি পশু বলি কারে?(২)
মোহ যত আছে মনে,
সবি যে অসার
জীবন নিয়ে করিছ না তুই,
আর অহংকার(২)
ওরে মানুষ
ও ও ও ও ও ও ও ও
কর্ম যদি ধর্ম নীতি মানে,
তবে আত্মা তোমার পাবে যে ঠাঁই-
শান্তির ও আশ্রমে(২)
সময় গেলে নাইরে সময়,
কিছুই ভাবার
জীবন নিয়ে করিছনা তুই
আর অহংকার(২)
ওরে মানুষ কী আছে তোর?
কর্ম ছাড়া আর
দেহ আত্মা তোর কিছু নয়,
সেতো বিধাতার
জীবন নিয়ে করিছনা তুই
আর অহংকার(২)
ওরে মানুষ,কী আছে তোর?
কর্ম ছাড়া আর।